আমাদের সম্পর্কে
গোটা পৃথিবীজুড়ে মানুষ আজ অত্যন্ত ব্যস্তময় হয়ে উঠেছে। বিজ্ঞানের আশীর্বাদে ইন্টারনেটের এই যুগে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদার। অনেক সময় মনে হয় গোটা পৃথিবীটাকেই আজ মানুষ হাতের মুঠোয় রাখতে চায়। এই সময়ে দাঁড়িয়ে ঠিক সেরকমটাই হচ্ছে মুঠোফোনের দৌলতে। মুঠোফোনের পর্দায় ভেসে উঠে আজ সংবাদপত্র থেকে শুরু করে বিনোদনের সমস্ত কিছু। যুগের সাথে সমান্তরালভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের উদ্যোগ গ্রহণ করেছে সমান্তর। যদিও উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় সংবাদের দুনিয়ায় সমান্তর সদ্য জন্ম নেওয়া একটি কুঁড়ি। তারপরেও প্রতিটি মানুষের কাছে সত্যনিষ্ঠ এবং নির্ভীক সংবাদ পরিবেশনে আমরা থাকবো বদ্ধপরিকর। সততার পথে অবিচল থেকে মানুষের কথা আমরা তুলে ধরবো। যত কঠিন পথই আসুক না কেন মানুষের পাশে সমান্তর থাকবে প্রতি মুহূর্তে। এক্ষেত্রে আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা। গোটা দেশ এবং রাজ্যের সকল অংশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের পাশে থাকবে এই প্রত্যাশাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব আগামীর পথে।
